• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী আটক 


ভোলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৪:৩০ পিএম
গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী আটক 

ভোলার লালমোহনে প্রায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন উপজেলার ১ নম্বর ওয়ার্ড রহিমপুর গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে রিপন (২৫), আজিজুলের ছেলে ইলিয়াছ (২৩) ও মো. ছিদ্দিকের ছেলে আলাউদ্দিন (৩০)। 

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দুই ব্যাগে গাঁজা এবং ইজি বাইক (বোরাক) জব্দ করা হয়েছে। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় রিপন, ইলিয়াছ ও আলাউদ্দিনকে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশ। ওই যুবকদের ৭টি ব্যাগ  তল্লাশি করে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।”

Link copied!